Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশের মোট প্রাক্কলিত জনসংখ্যা  ১৭ কোটি ০৮ লাখ ৪০ হাজার (০১ জানুয়ারি ২০২৩)। মোট জনসংখ্যা ১৬,৯৮,২৮,৯১১ জন (জনশুমারি অনুযায়ী জুন, ২০২২)   । জনসংখ্যার ঘনত্ব ১১৬৩ (প্রতি বর্গকিলোমিটার-২০২২)  জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৫ (২০২২) । খানার আকার ৪.২ জন (২০২২) । লিঙ্গানুপাত (পুরুষ/নারী *১০০)  ৯৭.৫ ; স্থূল জন্মহার ১৯.৩; স্থূল মৃত্যুহার ৫.৮ (২০২২) । প্রত্যাশিত গড় আয়ু ৭২.৪ বছর (২০২২) ।  সাক্ষরতার হার (৭ বছর এবং তার বেশি) - ৭৬.৮%(২০২২)       মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর বা তার বেশি) - ৯.৬% (২০২২)       ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর বা তার বেশি) - ৪১.০% (২০২২)    মাতৃমৃত্যুর অনুপাত ১৫৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে-২০২২)।        জিডিপি - ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (২০২১-২২) (P)          জিডিপি প্রবৃদ্ধির হার - ৭.২৫% (২০২১-২২ (P))           জিএনআই - ৪১,২৪১ বিলিয়ন টাকা (২০২১-২২) (P)           মাথাপিছু আয় - ২,৮২৪ মার্কিন ডলার (২০২১-২২ (P))           আমদানি ৬,০২৩ বিলিয়ন টাকা (২০২০-২১)           রপ্তানি ৩,৭৬৪ বিলিয়ন টাকা (২০২০-২১)            মূল্যস্ফীতি ৮.৭১% (ডিসেম্বর ২০২২)         রেমিটেন্স ১৬৮.০১ বিলিয়ন টাকা (ডিসেম্বর ২০২২)          বৈদেশিক মুদ্রার রিজার্ভ - ৩৩,৭৪৭.৭ মিলিয়ন মার্কিন ডলার (ডিসেম্বর ২০২২)   সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-২০২৩

ফটিকছড়ি উপজেলার মোট জনসংখ্যা- ৬,৬১,১৫৮ জন (জনশুমারি-২০২২ অনুযায়ী প্রাক্কলিত),  ফটিকছড়ি পৌরসভা- ৫৫,২২৩ জন নাজিরহাট পৌরসভা- ৭০,৩৫৪ জন,  আব্দুল্লাহপুর ইউনিয়ন- ৬,৫৫১ জন,  বাগান বাজার ইউনিয়ন- ৫৫,৬৪৫ জন,  বক্তপুর ইউনিয়ন- ১৫,০৭১ জন,  ভুজপুর ইউনিয়ন- ৪১,২৫৪ জন,  দাঁতমারা ইউনিয়ন- ৬৭,৮২১,   ধর্মপুর ইউনিয়ন- ৩২,৬০০ জন,  হারুয়ালছড়ি ইউনিয়ন- ৩০,৮৬৪ জন,  জাফতনগর ইউনিয়ন- ১৩,৯৯৫ জন,  কাঞ্চননগর ইউনিয়ন- ৩২,০৩৫ জন,  খিরাম ইউনিয়ন- ১৬,৭৫৭ জন লেলাং ইউনিয়ন- ৩০,৪০৭ জন,  নানুপুর ইউনিয়ন- ৩৫,৫৪৩ জন,  নারায়ণহাট ইউনিয়ন- ৪৫,০৩৯ জন,  পাইন্দং ইউনিয়ন- ২৯,৯৮৯ জন,  রোসাংগিরি ইউনিয়ন- ১৫,৪২৮ জন,  সমিতিরহাট ইউনিয়ন- ২৩,৩১৫ জন,   সুয়াবিল ইউনিয়ন- ১৯,৪৪৫ জন,   সুন্দরপুর ইউনিয়ন- ২৩,৮২২ জন।

উপজেলা পরিসংখ্যান কার্যালয়, ফটিকছড়ি-তে স্বাগতম

বিভিন্ন সূচকে বাংলাদেশের উন্নয়নের পরিসংখ্যান