Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশের মোট প্রাক্কলিত জনসংখ্যা  ১৭ কোটি ০৮ লাখ ৪০ হাজার (০১ জানুয়ারি ২০২৩)। মোট জনসংখ্যা ১৬,৯৮,২৮,৯১১ জন (জনশুমারি অনুযায়ী জুন, ২০২২)   । জনসংখ্যার ঘনত্ব ১১৬৩ (প্রতি বর্গকিলোমিটার-২০২২)  জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৫ (২০২২) । খানার আকার ৪.২ জন (২০২২) । লিঙ্গানুপাত (পুরুষ/নারী *১০০)  ৯৭.৫ ; স্থূল জন্মহার ১৯.৩; স্থূল মৃত্যুহার ৫.৮ (২০২২) । প্রত্যাশিত গড় আয়ু ৭২.৪ বছর (২০২২) ।  সাক্ষরতার হার (৭ বছর এবং তার বেশি) - ৭৬.৮%(২০২২)       মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর বা তার বেশি) - ৯.৬% (২০২২)       ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর বা তার বেশি) - ৪১.০% (২০২২)    মাতৃমৃত্যুর অনুপাত ১৫৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে-২০২২)।        জিডিপি - ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (২০২১-২২) (P)          জিডিপি প্রবৃদ্ধির হার - ৭.২৫% (২০২১-২২ (P))           জিএনআই - ৪১,২৪১ বিলিয়ন টাকা (২০২১-২২) (P)           মাথাপিছু আয় - ২,৮২৪ মার্কিন ডলার (২০২১-২২ (P))           আমদানি ৬,০২৩ বিলিয়ন টাকা (২০২০-২১)           রপ্তানি ৩,৭৬৪ বিলিয়ন টাকা (২০২০-২১)            মূল্যস্ফীতি ৮.৭১% (ডিসেম্বর ২০২২)         রেমিটেন্স ১৬৮.০১ বিলিয়ন টাকা (ডিসেম্বর ২০২২)          বৈদেশিক মুদ্রার রিজার্ভ - ৩৩,৭৪৭.৭ মিলিয়ন মার্কিন ডলার (ডিসেম্বর ২০২২)   সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-২০২৩


ভবিষ‌্যৎ পরিকল্পনা

বর্তমান বিশ্বে সরকারি ও বেসরকারি পরিকল্পনা প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন ও মূল্যায়নের ক্ষেত্রে পরিসংখ্যানের গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ২০০০ সালে গৃহীত ‘সহস্রাব্দ উন্নয়নলক্ষ্য মাত্রা (Millennium Development Goals-MDG) এর বিভিন্ন সূচক পরিসংখ্যানের উপর ভিত্তি করে চূড়ান্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গৃহিত টেকসই উন্নয়ন অভীষ্ট (Sustainable Development Goals-SDG)-এর অগ্রগতি মূল্যায়নে পরিসংখ্যানের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। এ লক্ষ্যে একটি ‘নতুন তথ্য বিপ্লব’ (New Data Revolution) এর আহ্বান জানানো হয়েছে এবং সার্বিক পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়নের জন্য সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এসব পরিকল্পনা বাস্তবায়নের কাজ করছে। এছাড়াও প্রেক্ষিত পরিকল্পনা ২০১০-২০২১, ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ২০১৬-২০২০, রূপকল্প ২০২১, রূপকল্প ২০৪১, ডেল্টা প্ল্যানসহ সকল জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক রোডম্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ পরিসংখ্যান প্রণয়ন করার কাজে সদা নিয়োজিত বিবিএস। বিবিএস-এর মাঠ পর্যায়ের কার্যালয়সমূহ তথা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়, জেলা পরিসংখ্যান কার্যালয়, উপজেলা পরিসংখ্যান কার্যালয় সদর দপ্তর হতে গৃহীত পরিকল্পনা অনুযায়ী তথ্য-উপাত্ত সংগ্রহ ও পরিসংখ্যানিক কাজে সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।


  • জরিপ/শুমারি পরিচালনা জোরদার করা।
  • জনসংখ‌্যা, কৃষি, মৎস‌্য ও প্রাণিসম্পদ এবং অর্থনৈতিক শুমারি ছাড়াও আর্থ-সামাজিক, জনমিতিক এবং পরিবেশসহ অন‌্যান‌্য বিষয়ে জরিপ পরিচালনা করা।
  • জাতীয় হিসাব ও বিভিন্ন সূচক নিরূপণের পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ‌্য বিষয়ক তথ‌্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ ও প্রকাশ করা।
  • আন্তর্জাতিক মানদণ্ডে দেশের পরিসংখ‌্যানের সময়োচিত চাহিদা নিরূপণ, আধুনিক প্রযুক্তি ব‌্যবহার করে তথ‌্য সংগ্রহ এবং প্রক্রিয়াকরণ করা।
  • জাতীয় পরিসংখ‌্যান তথ‌্যভাণ্ডার (Database) প্রতিষ্ঠা ও সংরক্ষণ এবং ব‌্যবহারকারীদের চাহিদা অনুসারে পরিসংখ‌্যান সরবরাহ করা।
  • বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয়, সহযোগিতা ও দিক-নির্দেশনা দানের মাধ‌্যমে প্রমিত পরিসংখ‌্যান প্রতিষ্ঠা করা।
  • দেশের সকল খানা (প্রায় ৩.৫ কোটি) হতে সাক্ষাৎকারের মাধ‌্যমে খানা ও খানা সদস‌্যগণের আর্থ-সামাজিক ও জনতাত্ত্বিক তথ‌্য সংগ্রহ করে খানা ভিত্তিক একটি তথ‌্যভাণ্ডার গড়ে তোলার কাজ শুরু হয়েছে। দেশের প্রায় ১০০টি সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী নির্বাচনে এ তথ‌্যভাণ্ডার অত‌্যন্ত‌্য সহায়ক হবে। অন‌্যান‌্য সেবাও দ্রুত ও নির্ভুলভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এটি ব‌্যবহৃত হবে।

দেশের প্রত‌্যেকটি স্থায়ী ব‌্যবসা-প্রতিষ্ঠানের কিছু গুরুত্বপূর্ণ মৌলিক তথ‌্যসম্বলিত একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীভূত তথ‌্যভাণ্ডার তৈরীর লক্ষ‌্যে ইতোমধ‌্যে বিজনেস রেজিস্টার (Business Register) প্রস্তুত কার্যক্রম শুরু হয়েছে। এটি দেশের অর্থনৈতিক পরিসংখ‌্যান প্রণয়নের প্রধান কাঠামো হিসেবে ব‌্যবহৃত হবে। বিজনেস রেজিস্টারে প্রতিটি প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, আইনগত কাঠামো, কাজের ধরন, নিয়োজিত জনবল সংখ‌্যা, বাৎসরিক গড় উৎপাদন, মোট সম্পদের পরিমাণ ইত‌্যাদি তথ‌্য থাকবে।